Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত আজিমপুর কলোনি, চলছে ত্রিমুখী সংঘর্ষ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৮:০২

ঢাকা: আজিমপুর সরকারি কলোনির প্রধান ফটকের সামনে বিক্ষোভরত আন্দোলনকারীদের সরিয়ে দিতে শুরু হয়েছে পুলিশি অ্যাকশন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে লালবাগ থানার দিক থেকে সাউন্ড গ্রেনেড মারতে মারতে কলোনির ২ নম্বর গেইটে আসে পুলিশ।

পুলিশি অভিযান শুরুর পর আজিমপুর মোড়সংলগ্ন কলোনির গেইটে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কলোনিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। মুহূর্মুহ সাউন্ড গ্রেনেডে প্রকিম্পত হয়ে উঠছে আজিমপুর কলোনি। এতে ২৩টি ভবনে থাকা সাত-আট হাজার বাসিন্দা আতঙ্কে আছে।

এদিকে, পুলিশের পেছনে পেছনে আসা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ইট-পাটকেল ছুড়ছে। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দিচ্ছে ইট-পাটকেল। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সারাবাংলা/এজেড/পিটিএম

আজিমপুর কলোনি টপ নিউজ সংঘর্ষ সাউন্ড গ্রেনেড

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর