Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৬:০৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে কোটা সংস্কারের দাবিতে কোটাবিরোধী আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে বিক্ষোভ করলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ তাদের ওপর হামলা চালায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে হামলার এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ কয়েকজন শিক্ষাথীকে মারধর করে।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১১টায় মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ছাত্র লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। দুপুর ১২টার দিকে হঠাৎ তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সারাবাংলা/ইআ

মানিকগঞ্জ শিক্ষার্থীদের ওপর হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর