Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৫:২১ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৫:২২

টাঙ্গাইল: চলমান কোটাবিরোধী আন্দোলনের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিন দুপুর ২টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী শহরের নিরালা মোড় দখলে নেয়। এ সময় তারা শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এর আগে, দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

বিজ্ঞাপন

সর্বাত্মক শাটডাউনে টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগুতে থাকে। মিছিল পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিআর সেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দফায় দফায়।

এ ঘটনা টিআর সেলের আঘাতে অন্তত ২০ জন শিক্ষার্থী হয়। এরপর আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠিসোটা নিয়ে বিক্ষিপ্ত মিছিল করে।

এদিকে সর্বাত্মক শাট ডাউনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কিছু কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সংখ্যার দিক দিয়ে তা খুবই কম। সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার কোনো যাত্রীবাহি বাস কিংবা ব্যাক্তিগত যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ কার্যালয় টপ নিউজ টাঙ্গাইল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর