Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতা-কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ২৩:৫৩

খুলনা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইসতিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সোহেল বাসার, একই ওয়ার্ডের যুবদল নেতা ইসমাইল হাওলাদার, যোগীপোল ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ রানা, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মল্লিক।

এদিকে, খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়কসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি নেতারা। এক বিবৃতিতে তারা এ দাবি তোলেন।

বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার ছাত্রদল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর