Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা নিয়ে সহিংসতায় প্রাণহানির ঘটনায় মেননের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৭:১৫

ফাইল ছবি: রাশেদ খান মেনন

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও কয়েকজনের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে কোটা আন্দোলনকারী নিজেদের রাজাকার আখ্যায়িত করে যে স্লোগান দিয়েছে তাকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলেছেন।

বুধবার (১৭ জুলাই) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, ‘এই স্লোগানই প্রমাণ করে যে, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিরোধিতায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি মহল কেবল তৎপরই নয়, তারা ইতোমধ্যে আন্দোলনের নেতৃত্ব নিজেদের কব্জায় নিতে এসব হঠকারী স্লোগান তুলছে। এটা কোটা সংস্কার আন্দোলনের জন্য বিপদজনকই নয়, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যের জন্য বিপজ্জনক।’

বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি-জামাত-ছাত্রদল-ছাত্রশিবিরিরে হাতে চলে গেছে। তারা এই আন্দোলনকে এখন সরকার পরিবর্তনের রূপ দিতে চায়। যা ঘোলা পানিতে মাছ শিকারের মতো।’

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘সম্পাদকমন্ডলীর নেতাদের পার্টিকে গড়ে তুলতে দায়িত্বশীল হতে হবে। আগামী ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশকে সফল করার জন্য সম্পাদকমণ্ডলীর নেতাদের পলিটব্যুরো ও জেলার ইনচার্জদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে গতিশীল করে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘আদালতের ওপর দায় না রেখে সরকারকেই এখনই এ ব্যাপারে একটি সমাধানে পৌঁছতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

উদ্বেগ কোটা মেনন সহিংসতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর