Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৬:৫৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৯:৪৯

ঢাকা: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এই ভাষণ দেবেন।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রীর ভাষণ। পাশাপাশি অন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও এ ভাষণ সরাসরি দেখানো হবে।

ধারণা করা হচ্ছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার প্রসঙ্গ উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে। এই ভাষণে তিনি চলমান পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।

এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।

সারাবাংলা/এনআর/টিআর

কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর