চবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
১৭ জুলাই ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৬:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) সকাল দশটায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশে মেয়েদের সন্ধ্যা ছয়টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে নয়টার মধ্যে হল ছাড়তে হবে। সেই সঙ্গে প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার কথা ও বলা হয়েছে। শিক্ষার্থীদের পৌঁছে দিতে আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত সিডিউলে শাটল ট্রেন চলবে বলে জানানো হয়েছে।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা সংঘর্ষ এবং অনেক শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবি প্রক্টর অহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। মেয়েদের সাড়ে নয়টার মধ্যে হল এবং ছেলেদের সাড়ে নয়টার মধ্যে হল ছাড়তে হবে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ থাকবে।’
সারাবাংলা/এমআর/এমও