Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৩:২৩ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৫:৪৫

রংপুর: চিরনিদ্রায় শায়িত হলেন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ।

বিজ্ঞাপন

এ সময় সাঈদের জানাজায় মানুষের ঢল নামে।

এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে যায়। সেখানে অপেক্ষমান ছিলেন হাজার হাজার মানুষ।

সারাবাংলা/এমও

আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত বেরোবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর