বেরোবিতে ভিসির বাসভবন ও ছাত্রলীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ
১৬ জুলাই ২০২৪ ২৩:১৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১০:৩০
রংপুর: কোটা সংস্কারের আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপাচার্যের বাসভবনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাসভবনের বাড়ির নিচতলায় কয়েকটি কক্ষে ভাঙচুরও চালানো হয়েছে। এ ছাড়া, বাসভবনের বাইরে থাকা উপাচার্য ও সহ–উপাচার্যের গাড়িসহ পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার প্রাইভেটকার আগুন দিয়ে পুড়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির কক্ষে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া, পাাঁচটি মোটরসাইকেলও আগুন দেওয়া হয়েছে। শহীদ মুখতার এলাহী হলে ছাত্রলীগ কর্মীদের পাঁচটি কক্ষেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
অপরদিকে, মঙ্গলবার সন্ধার পর থেকেই ক্যাম্পাস ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উপাচার্যের বাসভবনের দোতলায় অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। পরে র্যাবের সহায়তায় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ শিক্ষক-কর্মকর্তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত হন। নিহত আবু সাঈদ দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামে। তিনি কোটা আন্দোলনকারীদের একজন সমন্বয় ছিলেন। এছাড়া এঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিন দুপুর ২টায় রংপুর খামার মোড় থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ, পলেটেকনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ গুলি ও রাবার বুলেট ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়।
সারাবাংলা/পিটিএম