Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ কয়েক জেলায় বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ১৯:৩৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ২১:০১

ফাইল ছবি

ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অন্যান্য জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুর।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাঁধে। দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

কোটা আন্দোলন টপ নিউজ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর