Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলনে জবির ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

জবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ১৮:০১ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৯:৫০

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারী চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অন্তু ও ফেরদৌস এবং ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিভাগের নাসিম।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. আরিফ বলেন, ‘আমরা চার জন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী এসেছিলেন। তিনি ছুরির আঘাতে আহত হয়েছেন।’

সারাবাংলা/পিটিএম

কোটা আন্দোলন গুলিবিদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর