Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ১৪:৪০

ঢাকা: ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় গ্রন্থাগার, হলপাড়া কিংবা ভিসিচত্বর—কোথাও কোনো স্লোগান কিংবা মিছিল নেই।

মঙ্গলনার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়—থমথমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোণা কম।

বিজ্ঞাপন

সোমবার এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিলো রণক্ষেত্র। দুপুরের পর থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ।এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।

সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া শেষে রাত ১১টার পর কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। একই সময়ে কর্মসূচি ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগও।

এদিকে, অজানা আশংকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন। গতকাল রাত থেকেই ব্যাগ কাঁধে অনেককেই বেরিয়ে পড়তে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানতে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

সারাবাংলা/আরআইআর/ইআ

কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর