Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানে মসজিদের কাছে গুলিবর্ষণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪ ১১:২০ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৩:৩৯

ওমানের রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির ওয়াদি আল-কাবিরের একটি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের পাশে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর আরও জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

সারাবাংলা/ইআ

ওমান টপ নিউজ বন্দুকধারীর গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর