নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ২২:৫২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২৩:২৯
১৫ জুলাই ২০২৪ ২২:৫২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২৩:২৯
নোয়াখালী: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে নকল বিআরবি ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের মেসার্স নিজাম ইলেকট্রিকে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে বিআরবি নকল ক্যাবল বিক্রি ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করার সত্যতা পাওয়ায় মেসার্স নিজাম ইলেকটট্রিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাবাংলা/একে