বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২৩
১৫ জুলাই ২০২৪ ২২:৪৩
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বেওয়ারিশ পাগলা কুকুর কামড়ে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। আহতরা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
রোববার (১৪ জুলাই) রাত ১০টা থেকে সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি কুকুরকে পিটিয়ে হত্যা করে।
জানা যায়, সারিয়াকান্দি উপজেলার দেলুয়াবাড়ী, কুড়িপাড়া, বাগবেড়, বাড়ইপাড়, কুঠিবাড়ী, ধাপ, ধলিরকান্দি, নিজবাটিয়া, কৈয়রপাড়া, মথুরাপাড়া, কুপতলাসহ ১১টি গ্রামের মোট ২৩ জন কুকুরের কামড়ে আহত হন।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বৃষ্টি (১৩), নাহিদ (৯) ফেলানী (৪৫), দেলুয়াবাড়ী গ্রামের সোহান আহম্মেদ (১৭), নবাদরী গ্রামের আবু বক্কর সিদ্দিক (১২) হাসেম (৭০), বুলবুলি (৫০), পাইকপাড়া গ্রামের জিয়াউল (৪০), ধলিরকান্দি গ্রামের নূর আলম (৫২), দেলুয়াবাড়ী গ্রামের তারাজুল ইসলাম (৬০), পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের জয়নব (৪০), কৈয়েরপাড়া গ্রামের জাহিদুল (৫০), সারিয়াকান্দি বাজার এলাকার কিয়াস উদ্দিন (৬০), ধাপ গ্রামের কমেলা বেগম (৫০), আবু সাইদ (০৩), আবু বক্কর (৬১), আন্দরবাড়ী গ্রামের ছানাউল্লাহ (২৯), বাড়ইপাড়া গ্রামের হুমায়রা (৩), নিজবাটিয়া গ্রামের ঈশ্বর চন্দ্র (৫৫), বাগবের গ্রামের সাদেকুল (১৫), কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের বাবলু (৪০), নারচী ইউনিয়নের কুপতলা গ্রামের আজগর (৪০) এবং সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের দারাজ আকন্দের ছেলে সায়েদজ্জামান (৫৫)সহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন।
পৌর মেয়র মতিউর রহমান মতি বলেন, যাদেরকে কুকুর কামড়িয়েছে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। যাতে করে তাদের চিকিৎসার কোনো সমস্যা না হয়।
সারাবাংলা/এনইউ