থমথমে ঢাবি: বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি
১৫ জুলাই ২০২৪ ১৮:৪৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৯:৪৪
ঢাকা: কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উদ্ভুত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আব্দুর রহিম।
এর আগে, বেলা ২টা থেকে ক্যাম্পাসের হলপাড়া, মলচত্বর ও ভিসি চত্বর এলাকায় দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া চলে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে।
এ সময় আন্দোলনকারীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ভাঙচুর করেন। এই সময় হল শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাবাত আল ইসলাম মারধরের শিকার হয়েছেন।
অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, হলের ওপর থেকে তাদের ইটপাটকেল ছোঁড়া হয়। পরে ধাওয়া-পালটা ধাওয়ার মুখে পিছু হটেন আন্দোলনকারীরা। এখনও পর্যন্ত অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সারাবাংলা/আরআইআর/পিটিএম