Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৬:১০ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২২:০৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না।

সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালযয়ের শাপলা হলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা জানতো না পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশে অত্যাচার চালিয়েছে। অমানবিক নির্যাতন ও রাস্তায় পড়ে থাকা লাশগুলো তারা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে লজ্জা বোধ করে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র লক্ষ্য। লাখ লাখ শহীদের রক্ত ​ঝরিয়েছে, আমাদের লাখ লাখ মা-বোনের রক্ত। আমরা তাদের অবদান ভুলব না। এটি আমাদের মনে রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের দ্বারা নারীরা চরমভাবে লাঞ্ছিত হওয়া সত্ত্বেও মেয়েদের কাছ থেকে নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়া খুবই দুঃখজনক।’

কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার রাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

এর আগে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলনে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কী রাজাকারের নাতি-পুতিরা পাবে?’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কোটাবিরোধী আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর