Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৬:০৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনো হাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রোববার দিবাগত রাতে উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনার ওই বৃদ্ধা নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বুনো হাতি ঘর থেকে ধান খেতে গিয়ে ঘর ভাঙচুর করে; একপর্যায়ে হাতির আক্রমণের বৃদ্ধার মৃত্যু হয়। আরজা বেগম ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

বগাচত্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল বশর জানান, প্রতিদিনের মতো আজ ঘরেই ঘুমাচ্ছিলেন আরজা বেগম। রাতে পাহাড় থেকে দুটি বুনো হাতি লোকালয়ে এসে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ বৃদ্ধা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বগাচত্বর ইউনিয়নে হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইআ

রাঙ্গামাটি হাতির আক্রমণে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর