Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৫:৪১ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৫:৪৬

যশোর: কোটা সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর একটা দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এমএম কলেজ, মহিলা কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বকুলতলার সামনে এলে ছাত্রলীগ হামলা চালায়।

এসময় শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। পরে আন্দোলনকারীরা মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এরপর সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করে। এসময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, তারা সব ধরনের কোটা বাতিল নয়, সংস্কার চান। স্কুল, কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

সারাবাংলা/এমও

কোটা আন্দোলন ছাত্রলীগের হামলা যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর