Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পালটা-পালটি কর্মসূচিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৫:১২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৭:১১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারী এবং বাংলাদেশ ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি থাকলেও স্থানটি এখন আন্দোলনকারীরা দখলে রেখেছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে দেখা যায়—জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ মিছিল নিয়ে ক্যাম্পাসের ভেতরে থাকা আবাসিক হলগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন। আর একটি অংশ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান রেখেছেন।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ১২টার পর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে অবস্থান নেন এখানে।

আন্দোলনের সমন্বয়করা বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিতে ইতোমধ্যে ক্যাম্পাসের কাছাকাছি চলে এসেছেন।

এ সময় আন্দোলনকারীরা ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সারাবাংলা/আরআইআর/ইআ

কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর