তাজিয়া মিছিল নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার—
১৫ জুলাই ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৬:৩২
ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও ইমামবাড়া ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডগ স্কোয়াড দিয়ে চেকিং, সুইপিং করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে আগতদের আর্চওয়ে মেশিন দিয়ে চেকিং করা হবে। ইমামবাড়ার আশেপাশের ভবন থেকে নজরদারি করা হবে। তাজিয়া মিছিলের আগে ও পেছনে পুলিশ থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করবে ডিএমপি।
সোমবার (১৫ জুলাই) দুপুরে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান।
মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের অনুরোধ কেউ কোনো ছুরি, চাকু বা দাহ্য পদার্থ নিয়ে মিছিলে প্রবেশ করবেন না। পতাকা বহনের সময়ে সতর্ক থাকতে হবে যেনো বিদ্যুতের তারের সঙ্গে লেগে না যায়। সমন্বয় মিটিং করে সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আশেপাশে তল্লাশি চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।’
তাজিয়া মিছিল কেন্দ্র করে জঙ্গি হামলার ঘটনা পূর্বের ঘটনা ছিলো উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘সেসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।’
সারাবাংলা/ইউজে/এমও