ইবিতে পদযাত্রায় ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন দাবি
১৪ জুলাই ২০২৪ ১৬:২৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২২:৪৬
সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তীব্র গরম উপেক্ষা করে এই কর্মসূচিতে ইবি ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার চৌড়হাস বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার পদযাত্রায় কুষ্টিয়া শহরের মুজিব চত্বর হয়ে পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করেন তারা।
পরে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ করেন। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপ্রতি বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক এহেতেশাম রেজা ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার মহসীন উদ্দীন।
শিক্ষার্থীরা পদযাত্রায় ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।
ইবিতে কোটা আন্দোলনের সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিচ্ছি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই। আমার চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশনে ডেকে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।
স্মারকলিপি নেওয়ার পর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মহসীন উদ্দীন শিক্ষার্থীদের বলেন, আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আপনাদের বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবো।
সারাবাংলা/টিআর
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কোটা আন্দোলন কোটা সংস্কার কোটাবিরোধী আন্দোলন পদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি