Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে গুলির ঘটনায় শেখ হাসিনার নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ২১:০২ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৩:০৫

ঢাকা: নির্বাচনি জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। তার ওপর এ ধরনের হামলার নিন্দা জানাই।

রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শুরুতে চীন সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন। পরে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা হয়। মার্কিন গণমাধ্যম সূত্র জানায়, নির্বাচনি প্রচারের মঞ্চে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ডান কানে লাগে। এ সময় তিনি মঞ্চে বসে পড়েন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানে গুলি। আমরাতো গুলি-বোমা খেয়ে অভ্যস্ত, অনবরত খাচ্ছি। সেখানে আমেরিকায় একজন অপনেন্টকে এভাবে গুলি করা, তাও আবার তিনি সাবেক প্রেসিডেন্ট। খুব অল্পের জন্য বেঁচে গেছেন কিন্তু। তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে। যদি একটু এদিক-ওদিক হতো তিনি আর বাঁচতেন না। এটা আমেরিকার মতো জায়গায় হয় কীভাবে? আমেরিকার মতো সভ্য দেশে, যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, সে দেশে এই ঘটনা ঘটবে কেন?’

বাংলাদেশে এই ধরনের ঘটনায় পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থাকলেও যুক্তরাষ্ট্রে তেমনটা না ঘটার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ওরা সরকারকে দায়ী করেনি। আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে নিন্দা করছে যে, এটা গ্রহণযোগ্য নয়। এইটুকু সভ্য তারা আছে।’

বিজ্ঞাপন

সরকারপ্রধান বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, আমাদের দেশে যে দোষারোপের চেষ্টা, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তাকে এভাবে হামলা করা।’ তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও মন্তব্য করেন সরকারপ্রধান শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নিন্দা শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর