Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে গাঁজা কুড়াতে উপচে পড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৭:৩১

নাটোর: গাঁজা কুড়াচ্ছে শতশত জনগণ— এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয়রা জানান,উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে, কয়েক কেজি গাঁজা ছড়ানো দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পরলে শতশত লোক সেখানে ভিড় জমায়। সেখান থেকে তারা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজা কুড়িয়ে নিয়ে যায়।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোকের জটলা দেখা যায়। পরে জানা যায়, সেখানে তারা গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।

সারাবাংলা/এমও

গাঁজা নাটোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর