Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন আন্দোলনকারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০০:১৬

ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে জাতীয় সংসদে আইন পাসের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল গেলেও বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন ছয়জন।

রোববার (১৪ জুলাই) দুপুরের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে পদযাত্রাটি বঙ্গভবনে পৌঁছায়।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির সামরিক সচিব রাষ্ট্রপতির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় প্রতিনিধি দলটি। সেই দলে ছিলেন সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহেরুন্নেসা নিদ্রা, মো. মাহিন সরকার, আরিফ সোহেল ও আশিক।

এর আগে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রোববার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে তারা সেখান থেকে পদযাত্রা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রায় যোগ দেন। আন্দোলনকারীরা শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবনের দিকে এগুতে থাকেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পদযাত্রাটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আশপাশের সড়কে যানজট দেখা দেয়।

বিজ্ঞাপন

কিছুক্ষল পর সেখান থেকে পদযাত্রা মৎস্য ভবন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের কদম ফোয়ারা দিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের পাশ দিয়ে জিরো পয়েন্টে পৌঁছায়। এ সময় সচিবালয়ের প্রধান দুটি ফটক বন্ধ করে দেওয়া হয়।

পদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছানোর পর পুলিশের কাঁটাতারের ব্যারিকেডে আটকা পড়লে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় বসে স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের পাশে জলকামান, পুলিশের রায়ট কারসহ অন্যান্য সাঁজোয়া যানবাহন দেখা যায়। পরে সেখান থেকে আন্দোলনকারীদের সমন্বয়কদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায়।

সারাবাংলা/এএইচএইচ/একে/টিআর

আন্দোলনকারী কোটা আন্দোলন টপ নিউজ স্মারকলিপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর