Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল দিনমজুরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৪:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক দিনমজুর খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

খুনের শিকার ইব্রাহিম খলিল (৪০) বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার ছমুর মুখ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সারাবাংলাকে জানান, শনিবার রাত দেড়টার দিকে খলিল দোহাজারী বাস স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশা করে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি দোহাজারী সেতু এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল করে এসে ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে।

এ সময় তারা অটোরিকশার চালক ও ইব্রাহিম খলিলকে মারধর করেন। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় খলিল বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করেন। পরে অটোরিকশা চালকসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, অটোরিকশায় শুধু খলিলই একমাত্র যাত্রী ছিলেন। তার পকেটে বেশি টাকাও ছিল না। তার কাছে থাকা ৩০০ টাকা সে ছিনতাইকারীদের দিয়ে দিয়েছিল। কিন্তু ছিনতাইকারীরা যখন তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে যায় তখন সে বাধা দেয়। ছিনতাইকারীরা তখন ক্ষুব্ধ হয়ে তার বুকে ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, এরপর মোবাইল নিয়ে ছিনতাইকারীরা চলে গেলে ওই অটোরিকশাচালক তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসে। পরে গাড়ি মালিকের কাছে দিয়ে অটোরিকশাচালক হাসপাতালে এসে দেখে খলিল মারা গেছে। এ ঘটনায় এখনও খলিলের পরিবার থেকে কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম ছিনতাইকারীর ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর