খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে: প্রধানমন্ত্রী
১৩ জুলাই ২০২৪ ২০:১৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ২২:৩১
ঢাকা: খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ফুটবল খেলা হয়েছে। এছাড়া আমার দাদা ফুটবল খেলতেন, বাবাও খেলতেন, ছোট ভাইয়েরা খেলতো, এখন নাতিরাও দেখছি ফুটবলই খেলে। ভোরে নামাজ পড়ার পর সময় পেলে আমি নিজেও ফুটবল খেলা দেখি।’
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’- এর সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলা, সংস্কৃতিচর্চা এগুলোর পৃষ্ঠপোষকতা না করলে হয় না। খেলাধুলার মাধ্যমে নিজেকে দেশের জন্য প্রস্তুত করে তোলা যায়। এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে, যাতে বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে।’
ছোটবেলা থেকে খেলাধুলা ঠিকমতো না করলে কিভাবে চলবে? এজন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। একদিন আমাদের খেলোয়াড়রাও আন্তর্জাতিক অঙ্গনে পারদর্শিতা দেখাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেন। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে। এতে নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা যায়। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
এসময় আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিএবিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/এমও