Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৩:৪৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৪:১১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন (৩২) ও রাজন (২৬) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লিটন বাগোয়ান গ্রামের হারান আলীর ছেলে ও রাজন একই গ্রামের ইয়ার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লিটন ও রাজন ওই সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। পরে তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মুখ খুলে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০ দিন আগে ওই সেপটিক ট্যাংকের ঢালাই কাজ সম্পন্ন করে মুখ বন্ধ করে রাখা হয়েছিল। সাধারণত এসব সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়াতে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/ইআ

২ শ্রমিকের মৃত্যু কুষ্টিয়া টপ নিউজ সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর