Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ঝলমলে রোদ, ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১১:৪৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১১:৪৯

ফাইল ছবি

ঢাকা: দিনভর বৃষ্টি শেষে ঢাকার আকাশে ঝলমলে রোদের দেখা পেলেও ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, ঢাকার কিছু স্থানে বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে অন্য বিভাগগুলোতে। বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাপমাত্রা কমছে না বরং বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। যে কারণে এই বৃষ্টিপাতের প্রবণতা রোববারও (১৪ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ওইদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) এর আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩১৩ মিলিমিটার হয়েছে। এই পরিমান বৃষ্টিপাতে শুক্রবার রাজধানীতে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারণে বিভিন্ন এলাকায় গ্যাস, বিদ্যুৎ পানি সরবরাহ ব্যহত হয়।

সারাবাংলা/জেআর/ইআ

আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর