Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের আগে ‘শান্ত’ আছেন মেসি

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪ ১৮:৫৫

২০২১ সালে কোপা আমেরিকা জিতেই আর্জেন্টিনার হয়ে প্রথম বড় শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর গত তিন বছরে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি জিতেছেন সবকিছুই। কোপার এবারের আসরে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ১৫ জুলাইয়ের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ আরেক অপরাজিত দল কলম্বিয়া। ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলছেন, স্নায়ুচাপের মাঝেও শান্ত আছেন তিনি।

বিজ্ঞাপন

এবারের কোপার প্রথম চার ম্যাচ খুব একটা ভালো কাটেনি মেসির, ছিলেন নিজের ছায়া হয়ে। সেমিতে কানাডার বিপক্ষে দেখা গেছে সেই চিরচেনা মেসিকে। টুর্নামেন্টের প্রথম গোলটাও পেয়েছেন এই ম্যাচে। ২০২১ সালের পর টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে পৌঁছে গেছে মেসির দল। মেসিদের সামনে তাই টানা দ্বিতীয় কোপা শিরোপা জেতার হাতছানি। কলম্বিয়াকে হারালে কোপার ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ের নতুন রেকর্ডও গড়বে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

ফাইনালের আগে মেসি বলছেন, তেমন চাপ অনুভব করছেন না তিনি, ‘আমি শান্ত আছি। ফাইনালের অপেক্ষায় আছি। আমরা অনেক কিছু পার করে এখানে পৌঁছে গিয়েছি। তাই আগের চেয়ে অনেকটাই কম চাপ অনুভব করছি। আসলে এখন উপভোগের চেষ্টায় আছি। তাড়াহুড়ো একদমই নেই। ম্যাচের সময় খেলাটাকে উপভোগ করব।’

প্রায় দুই বছরের বেশি সময় ধরে ২৮ ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া। ফাইনালে তারা শক্ত প্রতিপক্ষ হবে বলেই বিশ্বাস মেসির, ‘আমরা উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ দেখেছি, দুই দলই কঠিন প্রতিপক্ষ হবে। কলম্বিয়া দীর্ঘদিন হারেনি। তাদের দারুণ কিছু ফুটবলার আছে। ফাইনাল সবসময়ই ভিন্ন একটা খেলা। পুরো আসরে আমরা ভালো খেলেছি। আমরা ভালো একটা অবস্থা আছি। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর