Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিজের দাবিতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি’র বাড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ ০২:০৮

ঠাকুরগাঁও: ব্রিজের দাবিতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুরসহ পাঁচ গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (১২জুলাই) সকালে হরিহরপুরসহ পাঁচটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এমপির পৌরশহরের কলেজপাড়া বাসভবন ঘেরাও করেন। এসময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দেন। পরে তারা ব্রিজের দাবিতে কলেজপাড়া মূল সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজিপাড়া, কামাড়পুকুর, নীমবাড়ি, কাপিবাড়ি, আক্চা ও মুন্সিরহাট গ্রামের ১৫-২০ হাজার মানুষ শুক নদীর উপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু কোনো ব্রিজ না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয়। ঠাকুরগাঁও পৌরশহর থেকে এই গ্রামগুলোর দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার। ব্রিজ না থাকার কারণে প্রায় ৭-৮ কিলোমিটার ঘুরে যেতে হয়।

হরিহরপুর গ্রামের আসমা আক্তার মুক্তা বলেন, নদী পাড় হতে গিয়ে সাঁকো ভেঙে আমার ভাই মারা গেছেন। আমরা দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি করে আসছিলাম। কিন্তু কেউ কথা শুনছে না। তাই গ্রামের সবাই মিলে ব্রিজের দাবিতে এমপি সাহেবের বাড়ি ঘেরাও করেছি।

হরিহরপুর গ্রামের শাহজাহান ইসলাম সোহান বলেন, গ্রাম গুলো থেকে সহজে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারজাত করতে পারে না। মানুষ অসুস্থ হয়ে পড়লে অনেক কষ্ট করে ৭-৮ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়।

স্থানীয় ইউপি সদস্য সাদেকুল ইসলাম বলেন, আমরা এর আগে অনেকবার চেষ্টা করেছি। ওই রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না। এলাকার মানুষের দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গ্রামের মানুষ সবাই মিলে এমপি সাহেবের বাসায় এসেছি। ওনার সাথে দেখা করেছি, তিনি ব্রিজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর