ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৪ জনের
১২ জুলাই ২০২৪ ০০:০৯ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ০১:২২
বগুড়া: জেলার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী-সন্তান রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শেরুয়াাবটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতদের মধ্যে একই পরিবারের তিন জন হলেন- আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), তাদের শিশু সন্তান সাওয়াম (৪)। অপরজন হলেন- অটোরিকশা চালক আব্দুল কাদের (৩০)। এদের সবার বাড়ি সিরাজগঞ্জ।
হাইওয়ে পুলিশ জানায়, রাত পৌনে ৮ টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুর থেকে সিরাজগঞ্জগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিন জন মার যান। ঘটনার পর ওই সড়কে বেশকিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
বগুড়ার হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছেন। নিহতদের সবার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
সারাবাংলা/পিটিএম