শাহবাগ ছাড়েনি শিক্ষার্থীরা, সাড়ে ৮টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা
ঢাবি করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ২১:৫৭
১১ জুলাই ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ২১:৫৭
ঢাকা: রাত সাড়ে ৮টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে কখন মাঠ ছাড়বেন, আজ কিংবা আদৌ ছাড়বেন কি না— সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানাননি তারা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনের মূলমঞ্চ থেকে এই ঘোষণা দেন সমন্বয়কদের একজন সারজিস আলম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে যাচ্ছেন না তারা। এ সময় বিকেল থেকে হওয়া কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পুলিশি হামলার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
সারাবাংলা/আরআইআর/পিটিএম