Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসে আজ: ২ জুন


২ জুন ২০১৮ ১৩:৩৮ | আপডেট: ২ জুন ২০১৮ ১৩:৩৯

।। বিচিত্রা ডেস্ক ।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’।  ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল আজকের পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব।  সেই আদিম যুগ থেকে পাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই।  দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

৯২৬ – জাপান সম্রাট মুরাকামি।

১৮৪০ – ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি টমাস হার্ডি।

১৯১৮ – মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

মৃত্যুদিন

১৮৮২ – ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।

১৮৮৬ – রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।

বিজ্ঞাপন

১৯৬৩ – তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।

১৯৭৫ – জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।

১৯৮১ – আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী।

উল্লেখযোগ্য ঘটনা

১৭৪৬ – রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

১৮৬৪ – গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।

১৮৮৯ – লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।

১৮৯৫ – চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।

১৮৯৬ – বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধন করেন মার্কোনি।

১৯২০ – ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

১৯২৪ – আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।

১৯৪১ – ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।

১৯৪২ – বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় বৃটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।

১৯৪৬ – ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।

১৯৫৩ – ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।

১৯৫৬ – যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।

১৯৫৭ – মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।

১৯৬৫ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৮১ – ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।

১৯৯০ – পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর