ফাইনালে উঠে আর্জেন্টিনাকে সতর্ক করলেন কলম্বিয়া কোচ
১১ জুলাই ২০২৪ ১৭:২৭ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৭:২৮
দুই বছরের বেশি সময় ধরে অপরাজিত তারা। অবিশ্বাস্য এক জয়যাত্রা চলছে কলম্বিয়ান ফুটবলে। এবারের কোপা আমেরিকাতেও দুর্দান্ত পারফর্ম করে হামেস রদ্রিগেজরা পৌঁছে গেছেন ফাইনালে। ১৫ জুলাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়েকে সেমিতে হারানোর পর কলম্বিয়া কোচ নেস্তোর লরেঞ্জো মেসিদের সতর্ক করে বলছেন, শিরোপা জেতার জন্যই ফাইনালে খেলতে নামবেন তারা।
প্রথমার্ধে এগিয়ে গেলেও মুনোজের লাল কার্ডের কারণে ১০ জনের দল নিয়েই বাকিটা সময় খেলেছে কলম্বিয়া। শেষ পর্যন্ত উরুগুয়ের বহু আক্রমণ রুখে দিয়ে ২৩ বছর পর ফাইনালে চলে গেছে তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা কলম্বিয়া দুই বছরে টানা ২৮ ম্যাচ অপরাজিত রইল। ফাইনালে তাদের সামনে কোপার আরেক অপরাজিত দল আর্জেন্টিনা।
ফাইনালে আর্জেন্টিনাকে ফেভারিট মানলেও লরেঞ্জো বলছেন, চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবেন না তারা, ‘আমরা ভালো খেলে ফাইনালে উঠেছি। আমাদের মাঝে জয়ের ক্ষুধাটা তীব্র। আমাদের ফুটবলাররা ফাইনালের মতো ম্যাচে নায়ক হতে চায়, তারা সবকিছু জিততে চায়। ফাইনালে আমরা জয়ের জন্যই মাঠে নামব।’
১০ জনের দল নিয়ে উরুগুয়েকে আটকে রাখা কঠিন ছিল বলেই মানছেন লরেঞ্জো, ‘কখনোই আপনি একজন কম নিয়ে খেলতে চাইবেন না এমন ম্যাচে। মাঠে ১০ জন নিয়ে পারফরম্যান্স ধরে রাখা অসম্ভব। তবে আমরা সেটা করতে পেরেছি। এমন ম্যাচে একজন কম নিয়ে খেলে বেশিরভাগ সময়ই দলগুলো বাদ পড়ে যায়। আমরা পরিস্থিতি বুঝে খেলেছি বলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’
সারাবাংলা/এফএম