Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাতিজার দা’য়ের কোপে চাচার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ১৬:৩৭

খুলনা: খুলনার ফুলতলায় ভাতিজার দা এর কোপে চাচা শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন।

বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

আহতরা হলেন নিহতের স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও ছেলে মিরাজুল ইসলাম (২৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আপন ভাইয়ের ছেলে আশরাফুল আলম ওরফে কুতুব উদ্দিনের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার রাতে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালায়। মুজিবুর রহমানকে ঠেকাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যান। এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/একে

খুলনা জমি নিয়ে বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর