ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন শেখ হাসিনা: রিজভী
১১ জুলাই ২০২৪ ১৫:৪৮ | আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৭:৩০
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। রাজকোষ শূন্য। যে রিজার্ভ আছে, তা দিয়ে ১৫ দিনের আমদানি করা যাবে না। সেই রকম একটি পরিস্থিতিতে তিনি ভিক্কার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। আবার ফিরে আসছেন খালি হাতে।
‘২০ মিলিয়ন ডলার তিনি চাইলেন চীনের কাছ থেকে। প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক মিলিয়ন ডলারের। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। অজুহাত দিচ্ছেন অন্য কথার। কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি, সেটি সকলের জানা হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই শীর্ষনেতা বলেন,’আপনি কি তাহলে এই ভয়ংকর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদের গুম করছেন? বেনজীর কান্ড, আজিজ কান্ড, মতিউর কান্ড— এগুলোকে সামনে এনেছেন? আমরা যে পৌরণাকি কাহিনী শুনেছি, যে কল্পকথা শুনেছি, সেগুলোকেও হার মানাচ্ছে। বেনজীরের কত টাকা? বেনজীর কত জমি দখল করেছে? আমরা গণমাধ্যমে যা শুনতে পাচ্ছি তার চাইতেও তো এদের সম্পদ বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভারের ৬০ থেকে ৭০ কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি!’
তিনি বলেন,’আমরা প্রায়ই শুনি অমুখ ডিসি অমুখ বিশ্ববিদ্যালয়ের অমুখ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অমুখ এসপি আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করত। এত ছাত্রলীগ ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কী করে?এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই কাজগুলো করা হয়েছে।
রিজভী বলেন, ‘গুমের পার্মানেন্ট সংস্কৃতি তৈরি করেছে এই মাফিয়া সরকার। শুধুমাত্র নিজের শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম-খুনের পদ্ধতি অবলম্বন করেছেন। কারণ, অবাধ-সুষ্ঠু নির্বাচন সবচাইতে বড় আতঙ্ক হচ্ছে শেখ হাসিনার জন্য। এই আতঙ্ক থেকে নিজেকে নিরাপদ করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণতন্ত্রকামী নেতাদের তিনি গুম করাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এনইউ