Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা ব্লকেড: সকাল থেকে বন্ধ ফার্মগেট-আগারগাঁও-মিরপুরের রাস্তা

শেকৃবি করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ১২:০০ | আপডেট: ১০ জুলাই ২০২৪ ১২:০৮

ঢাকা: সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল-সন্ধ্যা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল থেকে আগারগাঁও মোড়ে অবস্থানের কারণে ফার্মগেট-মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এরআগে, ৯ জুলাই রাতব্যাপি শিক্ষার্থীদের সকল হলব্যাপি গনসংযোগ কর্মসূচি চালায় আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পরবর্তীতে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় জুড়ে স্লোগান মিছিলের পরে আগারগাঁও মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট-মিরপুর, মহাখালী-মিরপুর রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালত এ আদেশ দেন। ফলে আপাতত হাইকোর্টের রায় বহাল রয়েছে। আজ আপিল বিভাগের শুনানির অপেক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএম/ইআ

কোটাবিরোধী আন্দোলন টপ নিউজ বাংলা ব্লকেড শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর