গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুই সহোদরসহ ৩ জন নিহত
৯ জুলাই ২০২৪ ২১:৪৮ | আপডেট: ১০ জুলাই ২০২৪ ০০:১১
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন সহোদর।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক এলকায় দুর্ঘটনাটি ঘটে। গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই ছেলে নাহিদ (২০) ও জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার পুত্র শাকিল মিয়া(২২)।
ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান জানান, গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয়। তখন ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দঘঞ্জ) আসনের সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহতের পরিবারবে প্রতি সমবেদনা জানান।
সারাবাংলা/পিটিএম