Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নতুন কোচ গম্ভীর

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৪ ২১:০০ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ২১:০৭

গুঞ্জনটা ছিল বেশ আগে থেকেই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছিলএমনটাই। অবশেষে সেটাই সত্যি হয়েছে। আগামী সাড়ে তিন বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন গম্ভীর। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেই কোচের পদকে বিদায় বলেছিলেন দ্রাবিড়। টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য দ্রাবিড় জানিয়েছিলেন, মেয়াদ আর বাড়াবেন না তিনি। বিশ্বকাপ শুরুর আগেই তাই নতুন কোচের খোঁজে নেমেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তালিকায় সবার উপরে ছিলেন গম্ভীর। বেশ কয়েকবার তার সাথে আলোচনাও করেছিলেন জয় শাহরা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত গম্ভীরকেই দেখা যাবে নতুন কোচের পদে। জয় শাহ এক টুইট বার্তায় জানিয়েছেন, গম্ভীরের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছেন তারা। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছে ৪২ বছর বয়সী গম্ভীরকে। কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে ভালো সাফল্য পেয়েছেন গম্ভীর। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। আইপিএলের পরেই গম্ভীর জানিয়েছিলেন, এবার জাতীয় দলের কোচ হতে চান তিনি।

 

সারাবাংলা/এফএম

ক্রিকেট গম্ভীর গৌতম গম্ভীর ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর