ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ৩
৯ জুলাই ২০২৪ ১৯:১৫ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ২২:৫৭
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে অটোরিকশা চালক তসলিম মিয়া (২৮), জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে মাদরাসা শিক্ষার্থী আরিফুজ্জামান রাকিব (২০) ও বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের জাহানারা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের লক্ষীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম নামে আহত আরও একজনের মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাকের চালককে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশে কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এনইউ