Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৭:৪০

চুয়াডাঙ্গা: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, শুরুতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয় হাজার গাছের চারা বিতরণ করা হবে। যেগুলো পৌরবাসী নিজেদের বাড়িতে রোপণ করবেন। এর ফলে গ্রীষ্ম মৌসুমে চুয়াডাঙ্গায় যে তাপদাহ বয়ে যায় তা থেকে জেলাবাসী কিছুটা স্বস্তি পেতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এনইউ

কর্মসূচি চুয়াডাঙ্গা বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর