ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রিমান্ডে
৯ জুলাই ২০২৪ ১৭:৩০ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ২০:০৭
খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আজগর বিশ্বাস তারার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্নার আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন জানায়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। একই সঙ্গে এ মামলায় সাইফুল ইসলাম ওরফে কিলার বাবুরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে, খুলনায় ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী নেতা উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজগর আলী তারা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ডিবি তাকে গ্রেফতার করে। একইদিন গ্রেফতার করা হয় কিলার বাবুকে।
পুলিশের একটি সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান রবি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরীর রায়ের মহলের মোস্তফার মোড় এলাকায় বিশ্বাস প্রপার্টিজের অফিসে অভিযান চালায়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজগর আলীকে (তারা বিশ্বাস) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
আটকের পর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে তারা বিশ্বাসকে গ্রেফতারের পর ডুমুরিয়া থানা পুলিশ দীর্ঘ তিন ঘণ্টা তারা বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস প্রপার্টিজের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি শটগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলবার সদৃশ লাইটার, ৫৭ রাউন্ড কার্তজ ও ৯ রাউন্ড কার্তুজের খোসা জব্দ করে।
উল্লেখ্য, গত শনিবার রাতে সন্ত্রাসীরা গুলি ছুড়লে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড়ে শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৬) নিহত হন।
সারাবাংলা/একে