Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যয় স্কিম বাতিল চেয়ে ইবিতে দেড় ঘণ্টা শিক্ষক অবস্থান

ইবি করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৭:২৩

কুষ্টিয়া: প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও দেড় ঘণ্টা করে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শিক্ষকরা অনুষদ ভবনের নিচতলায় অবস্থান নেন।

এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মানুনুর রহমানের সঞ্চালনায় অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শিক্ষকরা বলেন, ‘প্রত্যয় স্কিমের নামে জাতিকে মেরুদণ্ডহীন করে দেওয়ার চেষ্টা চলছে। মেধাবীরা যেন এ পেশায় না আসে তাই প্রত্যয় স্কিম নামে অদৃশ্য দরজা দিয়ে আটকানো হচ্ছে। এক কজন শিক্ষক তার চাকরি জীবন শেষ করে ৭৫ বছর পর কি আত্মহত্যার পথ বেছে নেবে? একজন শিক্ষক চাকরি জীবন শেষ করে স্বনির্ভর হতে না পারার মতো লজ্জার কিছু নেই।’

তারা বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দেখাতে পারবেন না, যার কানাডার বা মালেশিয়ায় নিজস্ব বাড়ি রয়েছে। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের এ সবের অভাব নেই।’

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিম শিক্ষক অবস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর