Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে এক নারীসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১২:৩৪

বগুড়া: শহরের বনানী এলাকায় শাহ ফতেহ আলি পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজন মারা যান।

কুন্দারহাট হাইওয়ের থানার ইনচার্জ জানান, বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ১০ জন হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন।

সারাবাংলা/এমও

নারী বগুড়া বাস-কাভার্ড ভ্যান বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর