মুন্না সভাপতি, নয়ন সম্পাদক— যুবদলের নতুন কমিটি ঘোষণা
স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১০:৩০ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ১৪:৩০
৯ জুলাই ২০২৪ ১০:৩০ | আপডেট: ৯ জুলাই ২০২৪ ১৪:৩০
ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। সোমবার (৯ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে সংগঠনের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, রেজাউল করিম পলকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া বিল্লাল হোসেন তারেককে যুগ্ম সাধারণ সম্পাদক (১ নম্বর), কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দফতর সম্পাদক পদ দেওয়া হয়েছে।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সারাবাংলা/এজেড/এমও