খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
৯ জুলাই ২০২৪ ০০:০৬
খুলনা: খুলনায় আল আমিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ জুলাই) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন পূর্ব বানিয়াখামার এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পূর্ব বানিয়াখামার এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল খান বলেন, ‘বানিয়াখামার এলাকায় যুবলীগের এক নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।’
নিহত আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/পিটিএম