Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে ধর্ষণের অভিযোগে ফুপাতো ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ২২:০৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর এলাকায় মাদরাসা পুড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে বাড়িতে একা পেয়ে শিশুটির ফুপাতো ভাই ছানোয়ার হোসেন (২২) ওই শিশুকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য অভিযুক্ত তরুণের পরিবার ওই শিশুটির বাবাকে চাপ দিচ্ছে ।

সোমবার (৮ জুলাই) রাতে এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। রাতেই অভিযুক্ত ছানোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সদর থানা-পুলিশ, শিশুটির স্বজন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও ফুফাতো ভাই ছানোয়ার হোসেনের (২২) বাড়ি একই গ্রামে। গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে ছানোয়ার শিশুটির বাড়িতে যান। এ সময় শিশুটির মা (ছানোয়ারের মামী) তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসক দেখাতে বাড়ির বাইরে যান।

এর আগে, সকালে শিশুটির বাবা কাজে বাইরে যান। বাড়িতে একা থাকায় ছানোয়ার শিশুটিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। বেলা ১টার দিকে শিশুটির মা বাড়িতে গিয়ে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান।

শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। এ সময় মেয়েটির মা ছানোয়ারকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা আটকে স্বামীকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে শিশুটির বাবা বাড়িতে গিয়ে ছানোয়ারকে মারধর করেন। এরপর মেয়েকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির বাবা (ভ্যানচালক) সোমবার সন্ধ্যা সাতটার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে মেয়েকে ধর্ষণের বিষয় এবং এ ঘটনা মীমাংসার জন্য চাপে থাকার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। পরে সাংবাদিকদের পরামর্শে মেয়েটির বাবা মামলা করতে থানায় যান।

বিজ্ঞাপন

স্থানীয় পৌর কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনা নিয়ে শিশুটির বাবা সোমবার সকালে তার কাছে এসেছিলেন। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় যেতে বলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামি ছানোয়ারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।’

সারাবাংলা/একে

ধর্ষণ মানিকগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর