Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় হারানো মোবাইল উদ্ধার চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ১৫:৫৮

চট্টগ্রাম ব্যুরো: পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় হারিয়ে যাওয়া একটি মোবাইল চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ জুলাই) নগরীর রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লাইন থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, সম্প্রতি ভারতের কলকাতার মহেশতলা থানায় আইফোন ১৪ মডেলের একটি মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করেন দ্বীপান্বিতা সরকার নামে এক নারী। কিছুদিন পর তার কাছে যাওয়া একটি ই-মেইলে তিনি জানতে পারেন হারানো মোবাইলটি বাংলাদেশের চট্টগ্রাম শহরে খোলা হয়েছে।

এরপর তিনি হারানো মোবাইলের যাবতীয় তথ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করেন। এরপরই মোবাইল উদ্ধারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

এডিসি তারেক আজিজ আরও জানান, মোবাইলটিতে কোনো সিম প্রবেশ না করানো সত্ত্বেও নানা কৌশলে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে ভারত থেকে চুরি করা মোবাইল চট্টগ্রামে বিক্রি করে- এমন চারজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। তারা চোরাই পথে মোবাইল চট্টগ্রামে এনে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে বিভিন্ন খুচরা দোকানদারদের কাছে পৌঁছে দেয় এবং নিজেরাও বিক্রি করে।

তিনি আরও জানান, চোরাই মোবাইল সিন্ডিকেটের হোতাকে টার্গেট করে অভিযান পরিকল্পনা করতে থাকলে তিনি বিষয়টি বুঝতে পেরে একজন ব্যবসায়ীর মাধ্যমে শনিবার (৬ জুলাই) মোবাইল ফোনটি পুলিশের কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যান। এ সিন্ডিকেট ভারতের সব চোরাই মোবাইল চট্টগ্রামে পাঠায়।

বিজ্ঞাপন

বাংলাদেশে চুরি হওয়া দামি মোবাইল ভারতে ও ভুটানে পাঠিয়ে থাকে এ সিন্ডিকেট। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উদ্ধারের পর মোবাইলটি যথাযথ প্রক্রিয়ায় ওই নারীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম মোবাইল উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর