নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু
৮ জুলাই ২০২৪ ১১:৫৫ | আপডেট: ৮ জুলাই ২০২৪ ১২:০৮
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই পুরুষ তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে তারা কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার খাকচক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছেন নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোনো ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এ ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সারাবাংলা/ইআ